প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী।
মঙ্গলবার বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজির সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লার সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্ল্যা দর্জি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজি, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকার প্রমুখ।