প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ০০:০০
হাইমচর উপজেলার নবগঠিত যুব মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিকে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূর হোসেন পাটওয়ারী নবগঠিত কমিটিকে ফুল দিয়ে বরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী, সহ-সভাপতি এমএ বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবউদ্দিন টিটু হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ হোসেন, হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস ও সাধারণ সম্পাদক ফারহানা ফেরদৌসী স্বাক্ষরিত কমিটিতে তাছলিমা জাহান পপিকে আহ্বায়ক মনোনীত করা হয়। আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক রেহানা আক্তার, নাজনীন আক্তার লিজা, সাবিনা আক্তার, আয়েশা আক্তার, রাশিদা বেগম, আসমা বেগম, রিজভী আক্তার রিভা, মিতু আক্তার, খায়রুননেছা ও হোসনেয়ারা বেগম।
হাইমচর উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের আহ্বায়ক মনোনীত করায় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাছলিমা জাহান পপি।