প্রকাশ : ০২ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়ে জেএম সেনগুপ্ত রোডস্থ মীর শপিং কমপ্লেক্সের জমিদার মরহুম খালেদ হায়দারের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর বাদ জোহর বঙ্গবন্ধু সড়কস্থ আল-আমিন এতিমখানা কমপ্লেক্সে এই দোয়া অনুষ্ঠিত হয় এবং এতিমদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
মরহুমের ছোট মেয়ে সুমাইয়া হায়দার রিনির জামাতা কানাডা প্রবাসী আশিকুর রহমান এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন এতিমখানা মসজিদের ইমাম মাওলানা মোঃ আবুল বাশার। এ সময় এতিম ছাত্ররাও মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বেলা ১১টায় চাঁদপুর শহরের বহুল পরিচিত মীর শপিং কমপ্লেক্সের মালিক মীর খালেদ হায়দার ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।