রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১৬:২৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সাত দফা দাবিতে ফরিদগঞ্জে লিফলেট বিতরণ

অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির   সাত দফা দাবিতে ফরিদগঞ্জে লিফলেট বিতরণ

জুলাইয়ের গণঅভুত্থানের ঘোষণাপত্র দেয়াসহ সাত দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি ২০২৫) ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয় লিফলেট বিতরণ কার্যক্রম। যা উপজেলা সদরের সকল গুরুত্বপূর্ণ এলাকার ব্যবসা প্রতিষ্ঠান, সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয়ার মাধ্যমে শেষ হয়। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যায়ের ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান তামিম, নাঈমুল ইসলাম, মো. সালাউদ্দিন ও ফরিদগঞ্জ উপজেলা নাগরিক কমিটির সদস্য মো. ইউছুফ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদগঞ্জের ছাত্র প্রতিনিধি মিরাজ হোসেন। তাদের সাত দফা দাবি সমূহ হলো : ০১। জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। ০২। ঘোষণাপত্রে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'-এর নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। ০৩। অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে। ০৪। ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে। ০৫। ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে। ০৬। নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে। এবং ০৭। জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা ছিল না, বরং গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করার লক্ষ্যে এ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। সুতরাং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দিতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়