প্রকাশ : ০১ অক্টোবর ২০২১, ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মতলবের সর্বপ্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স একাডেমিতে বৃক্ষরোপণ করা হয়। ২৮ সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষ রোপণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ও রোটারী ক্লাব অব মতলবের চার্টার প্রেসিডেন্ট রোটাঃ ডাঃ একেএম মাহাবুবুর রহমান, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর পিন্টু সাহা প্রমুখ।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি মাহমুদুল হাসান জুয়েল, পরিচালক (শিক্ষা) মোঃ জাহাঙ্গীর হোসেন খান, পরিচালক রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোঃ সেলিম প্রধান, সহকারী শিক্ষক সুমন চন্দ্র সাহা, নুরুজ্জামান পাভেল, আল আমিন ভূইয়া, মোঃ জয়নাল আবেদিন, মিজানুর রহমান প্রমুখ।
পরে বিদ্যালয় মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।