প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
যশোরে বঙ্গবন্ধু আন্তঃজেলা জাতীয় মহিলা বাস্কেটবল টুর্নামেন্ট ২০২১- এ প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে চাঁদপুর জেলা মহিলা বাস্কেটবল দল।
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে যশোর বাস্কেটবল মাঠে প্রতিযোগিতার খেলাগুলো অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ২৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর জেলা মহিলা বাস্কেটবল দলের জার্সি উন্মোচন করা হয়। জার্সি উন্মোচন করেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। জেলা প্রশাসক চাঁদপুরের নারী খেলোয়াড়দের হাতে বাস্কেটবল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল উপ-কমিটি সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী, কোচ নুরুল আমিন খান আকাশ, সঞ্জয় সাহাসহ খেলোয়াড়গণ।
জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল উপ-কমিটির সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী এ প্রতিবেদককে জানান, আগামী ২ অক্টোবর থেকে বঙ্গবন্ধু আন্তঃজেলা মহিলা বাস্কেটবল টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর খেলা শুরু হবে। চাঁদপুরের ১২ সদস্যের দলটি বৃহস্পতিবার ভোরে যশোরের উদ্দেশ্যে রওনা করবে। দলটিতে ১০ জন খেলোয়াড় একজন মহিলা কোচ ও একজন পুরুষ কোচ রয়েছেন।