প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর রোটারী ক্লাবের যুব সংগঠন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে চাঁদপুর শহরের ২টি প্রাইমারি স্কুল এবং ১টি হাইস্কুলে করোনা-১৯ মোকাবেলায় সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
গতকাল ২৯ সেপ্টেম্বর চাঁদপুর শহরের রেলওয়ে শিশু বিদ্যালয়, ৫নং সরকারি কদমতলা প্রাথমিক বিদ্যালয় এবং ডিএন উচ্চ বিদ্যালয়ে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং হ্যান্ডওয়াশ বিতরণ কর হয়।
সুরক্ষা সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুস শোয়েব, কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, চাঁদপুর রেলওয়ে শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি রোটারিয়ান মাহমুদা খানম, ৫নং সরকারি কদমতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম, ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, সহকারী শিক্ষক উত্তম কুমার দাস ও রুমানা বারী।
সুরক্ষা সামগ্রী বিতরণের সময় অতিথিরা বলেন, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা করোনার হাত থেকে স্কুল, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুরক্ষার জন্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন, পাশাপাশি তারা সমাজের মানুষের জন্য কল্যাণকর কাজগুলো করেন। তারা দলবদ্ধভাবে এভাবে এগিয়ে যাক এবং মানুষের সেবায় এগিয়ে আসুক। চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সদস্যদের জন্য দোয়া থাকবে তারা যেন এভাবেই মানুষের পাশে দাঁড়াতে পারে।
ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রোঃ নিলয় দে, ভাইস প্রেসিডেন্ট রোঃ শাহরিয়ার খান হিমেল, রোঃ কাজী আজিজুল হাকিম নাহিন, ইন্টারন্যাশনাল সার্ভির ডিরেক্টর রাইসান রাকিব, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর নয়ন পোদ্দার, রোঃ সার্জেন্ট অ্যাট আর্মস ওবাইদুর রহমান, সদস্য রোঃ নিশাত বসু।