প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার লুন্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম সওদাগরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরকারের পরিচালনায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, প্রচার সম্পাদক জিকে আলমগীর, সদস্য আবুল খায়ের মজুমদার, আনোয়ার হোসেন সিকদার, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন প্রধান ও আবু তাহের, কড়ইয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক শামস মিঠু, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, ছাত্রলীগের সভাপতি আলমগীর পাটওয়ারী, সাধারণ সম্পাদক শুকুর আলম মৃধাসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।