রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

করোনাসহ সরকারের গুরুত্বপূর্ণ ম্যাসেজ জুমার প্রাক আলোচনায় বলুন
মোঃ আবদুর রহমান গাজী ॥

চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আয়োজনে মাঠ পর্যায়ের কর্মীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ সেপ্টেম্বর সকাল ১১টায় চাঁদপুর শহরের ফিশারী গেট সংলগ্ন ইফার হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইফা চাঁদপুরের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইসলামিক ফাউন্ডেশন রাষ্ট্রের একটি সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মাধ্যমে ধর্মীয় বিভিন্ন বিষয় মানুষের কাছে পৌঁছে দেয়া হয়। এ সেবা আরো তরান্বিত করতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ করার উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে সারাদেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন হয়েছে। চলতি অর্থবছরে আরো ১শ’ মসজিদ দৃশ্যমান হবে। ইসলামী তাহ্জীব তামাদ্দুন ঠিক রাখতে এই মডেল মসজিদ মাইলফলক। তিনি আরো বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে মসজিদে আগত মুসল্লিদের মাস্ক পরিধান, জীবানু নাশক দিয়ে মসজিদ পরিচ্ছন্ন রাখা, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধৌত করণ, জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক বক্তব্য এবং করোনা সংক্রমণ প্রতিরোধসহ সরকারের গুরুত্বপূর্ণ ম্যাসেজ জুমার প্রাক আলোচনায় বলতে হবে। ইফার ফিল্ড সুপারভাইজার, মডেল কেয়ারটেকার ও কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের চাঁদপুরের ৮ উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা অফিস আছে। তাতে ১টি মডেল রিসোর্স সেন্টার রয়েছে। রিসোর্স সেন্টারে প্রতিদিন পাঠক আসবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত কিতাবাদি পড়বে এবং তাদের মন্তব্য উপস্থাপন করবে। সে সুযোগটি পাঠককে আমাদেরই করে দিতে হবে। এ সকল কার্যক্রম জোরদার করার জন্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্বস্থানীয় কর্মীদের তিনি অনুরোধ জানান।

ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও ফিল্ড সুপারভাইজার মোঃ শরিফুল ইসলাম মুন্সীর পরিচালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়