রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

হাজীগঞ্জে পূর্ব শত্রুতাবশত বসতঘরে হামলায় আহত ১
হাজীগঞ্জ ব্যুরো ॥

হাজীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে বসতঘরে ভাংচুর, নগদ টাকা লুট ও মারধর করার অভিযোগ উঠেছে। বুধবার সকালে পৌর এলাকার আলীগঞ্জ মজুমদার বাড়ির দুলাল মজুমদারের ঘরে এ ঘটনা ঘটে। এতে করে দুলাল মজুমদারের ছেলে সবুজ মারাত্মক আহত হয়েছেন। পৌরসভার প্যানেল মেয়র-২ ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন মজুমদার (৪৮) ও তার ছেলে রাপী মজুমদারের (২০) বিরুদ্ধে উক্ত অভিযোগ আনেন দুলাল মজুমদার। দুলাল মজুমদার আর আজাদ মজুমদার সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।

আহত সবুজের বোন ফারজানা মজুমদার জানান, কিছুদিন আগে উভয় পরিবারের একটি বিষয়ের সূত্র ধরে এ দিন সকাল আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার দিকে পূর্ব বিরোধে তার চাচা কাউন্সিলর আজাদ হোসেন মজুমদার ও চাচাতো ভাই রাপী মজমুদার তাদের বসতঘরে হামলা চালায়।

হামলাকালীন সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বসতঘরে থাকা আসবাবপত্র ও একটি মোটরসাইকেল ভাংচুর, স্টীলের আলমিরাতে থাকা নগদ টাকা লুট এবং সবুজকে মারধর করে। এ সময় তারা গালমন্দসহ হুমকি-ধমকি দেয়। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে ফারজানা মজুমদার জানান।

ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহকর্তা দুলাল মজুমদার জানান, তারা বাবা-ছেলে মিলে আমার ছেলে সবুজকে মারধর করায় তাকে চিকিৎসার জন্যে চাঁদপুরে নেয়া হয়েছে। এ বিষয়ে আমি আইনি সহযোগিতা চাইবো।

আহত সবুজের মা মর্জিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, কাউন্সিলর আজাদ হোসেন মজুমদার ও তার ছেলে রাপী হামলা করে সবকিছু ভাংচুর করে স্টীলের আলমিরাতে থাকা নগদ ২০ লাখ টাকা নিয়ে যায় এবং সবুজকে খুব মারধর করে।

ভাংচুর, মারধর ও টাকা লুটের বিষয়টি অস্বীকার করে হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ ও কাউন্সিলর আজাদ হোসেন মজুমদার বলেন, দুলাল মজুমদারের পরিবারের সাথে সম্প্রতি একটি বিরোধ হয়। সেই বিরোধের জের ধরে দুলাল মজুমদারের পরিবার আমাদের নামে মিথ্যা অভিযোগ তুলছে। অভিযোগকারী যে সময়ের কথা বলছে সেই সময় আমি পৌরসভার মাসিক সভায় উপস্থিত ছিলাম। ঐ সভায় পৌর মেয়রসহ সকল কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে পৌরসভার মাসিক সভায় প্যানেল মেয়র-২ ও কাউন্সিলর আজাদ হোসেন মজুমদার উপস্থিত ছিলেন বলে জানান প্যানেল মেয়র-১ ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, এ বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ শুনেছি। তবে এখন পর্যন্ত কেউই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়