প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০
মতলব উত্তরে নিবন্ধিত জেলেদের মাঝে গরু বিতরণ
মতলব উত্তর উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে 'ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা' প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে দ্বিতীয় ধাপে এআইজিএ উপকরণ (১৬টি বকনা বাছুর) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়ামে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের সঞ্চালনায় উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান। আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী, সাংবাদিক আরাফাত আল আমিন ও সাংবাদিক সুমন আহম্মেদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত (২২ দিন) নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে। নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্যে ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ শিকার করলে পরবর্তীতে ইলিশের সংকট দেখা দেবে। তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সবাইকে ইলিশ শিকার থেকে বিরত থাকতে হবে।