প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০
খালেদা জিয়ার উপদেষ্টা আবদুস সালামকে আবুল কালাম জমাদারের ফুলেল শুভেচ্ছা
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে ঢাকা ট্রেড সেন্টার স্পোর্টস ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবুল কালাম জমাদারের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন এবং আবদুস সালামকে ওই ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ ফরিদ আহমেদ, আবুল বাশার, মোঃ মিঠু, দৈনিক একুশের সংবাদের সম্পাদক হেদায়েত উল্লাহ মানিক, সাংবাদিক আবু সুফিয়ান প্রমুখ।