প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০
বেহাল সড়কে চরম দুর্ভোগ
মতলব উত্তর উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক ছেংগারচর বাজার-শ্রীরায়েরচর সড়ক। ছেংগারচর বাজার, মতলব উত্তর থানা, উপজেলা পরিষদ কমপ্লেক্স ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে শ্রীরায়েরচর ব্রীজে পৌঁছেছে এ সড়কটি। বর্তমানে এটির বেহাল অবস্থা। কয়েকদিনের বৃষ্টির কারণে ইট, পাথর, বালু ও মাটি মিশে একাকার হয়ে গেছে। এখন এ সড়কের ছেংগারচর-ঘনিয়ার পাড় অংশে যানবাহন চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এ সড়কটি সংস্কারের নামে কয়েক বছর ধরে কাজ চলমান। সড়ক ও জনপথ বিভাগ এবং ঠিকাদারের গাফিলতির কারণে কাজ কবে শেষ হবে এখনও অজানা। ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় ভোগান্তিতে রয়েছে এই পথ ব্যবহারকারী জনগণ। ছবি ও প্রতিবেদন : ইসমত বাহার।