প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জ গুপ্টি পূর্ব ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির সম্মেলন
ফরিদগঞ্জের গুপ্টি পূর্ব ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ডাঃ আবুল কালাম আজাদ। তিনি বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সমন্বয়ক এমএ হান্নানের নেতৃত্বে আমরা ফরিদগঞ্জকে নতুনভাবে গড়বো। এই কাজে বিএনপির নেতা-কর্মীদের আরো দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ বাবুল মণ্ডলের পরিচালনায় ইউনিয়ন ও দুটি ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।