প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০
সংঘর্ষে আহত ১০
বড়স্টেশনে আধিপত্য নিয়ে এলাকা থমথমে
চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড পর্যটন এলাকার নিয়ন্ত্রণ এবং আধিপত্য নিয়ে স্থানীয় বিএনপির দু গ্রুপের মুখোমুখি অবস্থান রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। মঙ্গলবার ১ অক্টোবর রাত সাড়ে ৮টা থেকে ১০ টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের প্রায় ১০জন নেতা-কর্মী আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালী ও যুবদল নেতা শাহআলমের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ও থমথমে ভাব বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর শহররক্ষা বাঁধ বেষ্টিত বড়স্টেশন মোলহেড পর্যটন স্থানে রেলওয়ের জায়গাগুলোতে অসংখ্য দোকানপাট এবং শিশুদের বিনোদনের বিভিন্ন রাইড রয়েছে। অবৈধভাবে গড়ে ওঠা লাভজনক এ সকল দোকানপাট এবং শিশুদের বিনোদনের রাইডগুলো গত ১৭বছর ধরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা নিয়ন্ত্রণ করে আসছিল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সবাই এলাকার নিয়ন্ত্রণ থেকে সটকে পড়ে।
এ সুযোগে এলাকার নিয়ন্ত্রণ নিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের কতিপয় নেতা-কর্মী মরিয়া হয়ে ওঠে। এতে ৭ নং ওয়ার্ড বিএনপির কয়েকজন নেতার সঙ্গে ছাত্রদল, ওয়ার্ড যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বিরোধে জড়ায় এবং তাদের মাঝে তর্কবিতর্ক থেকে সংঘর্ষ বেঁধে যায়। এখানকার অবৈধ স্থাপনাগুলো দখল এবং নিয়ন্ত্রণে নিতে গিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন এখন দুটি ভাগে বিভক্ত বলে জানা গেছে।