রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০০:০০

‘শহীদ’ ও আহতদের তালিকা প্রস্তুতে স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি

অনলাইন ডেস্ক
‘শহীদ’ ও আহতদের তালিকা প্রস্তুতে স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে গুলিতে ‘শহীদ’ ও আহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের জন্যে ১৭ সদস্যবিশিষ্ট স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০ আগস্ট বুধবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে এ ঘোষণা করা হয়।

কমিটির আহ্বায়ক হলেন নাহিদা বুশরা ইতি। আর সদস্য সচিব তারিকুল ইসলাম।

এই কমিটির মাধ্যমে আন্দোলনে আহত হওয়া ব্যক্তিদের চিকিৎসা ও ‘শহীদ’ পরিবারকে সহায়তা দেওয়া হবে।

কমিটির সদস্যরা হলেন : আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান, মোঃ মাস্টদুজ্জামান, মোঃ রাসেল মাহমুদ, মোঃ রিয়াজ উদ্দিন সাকিব, শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন, ডাঃ মোঃ মনিরুজ্জামান, ডাঃ আতাউর রহমান রাজিব, ডাঃ ইফফাত জাহান নাদিয়া, মাহমুদুল হাসান, মোঃ মেহেদি হাসান, আব্দুল্লাহ আল মাহমুদ (মেহেদী), মোঃ মাশরাফি সরকার, শাহরিয়ার হাসনাত তপু, মোঃ রামিম খান, আবির হাসান।

লিখিত বক্তব্যে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে ১৭ সদস্যের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি গঠিত হয়েছে। এই কমিটি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা প্রণয়ন ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত থাকবে। স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্যদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সত্যায়িত আইডি কার্ড দেওয়া হয়েছে।

লিখিত বক্তব্যে ৪টি নির্দেশনা প্রদান করা হয়। সেগুলো হলো--

১। ছাত্র-জনতার চব্বিশের বিপ্লবে নিহত ও আহত ব্যক্তিদের সার্বিক সহযোগিতার দায়িত্ব সরকারের। ছাত্রদের পক্ষ থেকে সরকারের সাথে সমন্বয় করবে এই কমিটি। এই কমিটির কোনো সদস্য কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত থাকবে না। কোনো প্রকার অনুদান বা সহায়তা গ্রহণ কিংবা আহত বা নিহত পরিবারকে সরাসরি কোনো আর্থিক সহায়তা প্রদান করবে না। সমন্বয়ক বা অন্য কোনো পরিচয়ে কেউ যদি ভুয়া চাঁদা বা টাকা কালেকশনের চেষ্টা করে, তবে এ বিষয়ে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি দায়ী থাকবে না।

২। স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য কিংবা এই উপ-কমিটির অনুমোদিত ভলিন্টিয়ার ব্যতীত কোনো ব্যক্তি বা সংগঠন যদি সমন্বয়ক বা অন্য কোনো পরিচয়ে হাসপাতাল পরিদর্শনের নামে হাসপাতালের চিকিৎসা সেবা প্রদানে ব্যঘাত ঘটায়, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩। আহত বা নিহতদের তথ্য প্রেরণের নিমিত্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নি¤েœাক্ত নম্বরে যোগাযোগ করবেন।

স্বাস্থ্য বাতায়ন (২৪/৭ কল সেন্টার) নম্বর: ১৬২৬৩

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, স্বাস্থ্য অধিদপ্তর : ০১৭৫১১১৪৪৮৮, ০১৭৬৯৯৫৪১৯২

৪। জরুরি প্রযোজনে নিম্নোক্ত দুটি মোবাইল নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার অনুরোধ : ০১৮১৮২৭৯২১৭, ০১৪০০৭২৮০৮০।

সূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়