প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০০:০০
কচুয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কচুয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি পৌর বাজার ও বাইপাস সড়ক প্রদক্ষিণ শেষে পার্টির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল-আমিন মোল্লার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ ইমরান খানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও পৌরসভার দু’বারের সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য সফিকুল ইসলাম রুবেল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান পাঠান, যুগ্ম-আহ্বায়ক নাছির উদ্দিন মিলন, সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, পৌরসভার বিএনপির আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিব ভেন্ডার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাজী মোঃ খোকন মিয়া, যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম, আব্দুস সালাম, সদস্য সচিব আমান উল্লাহ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের (প্রস্তাবিত) সহ-সভাপতি মনির হোসেন ডলার, অ্যাডঃ শাহাদাত হোসেন শাওন, সাধারণ সম্পাদক নাছির মির্জা, যুগ্ম-সাধারণ সম্পাদক হাকিম মুন্সী ও মোঃ মহসিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ হোসেন, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আল-আমিন হোসেন, সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খান, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ মাস্টার ও যুবদল নেতা আরিফুল ইসলাম অভি। উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদ পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আবরার কুদ্দুস, পৌর ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী সমর্থক র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।