প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০০:০০
হামলা ভাঙচুর রুখতে ফরিদগঞ্জে বিএনপির সচেতনতামূলক সভা
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে ফরিদগঞ্জে বিএনপি ও অঙ্গসংঠনের নেতা-কর্মীদের নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের পক্ষে সচেতনতামূলক সভা করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ আবুল কালাম আজাদ। মঙ্গলবার বিকালে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের আষ্টা বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। সচেতনতামূলক সভায় ডাঃ আবুল কালাম আজাদ বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ ও পালানোর মাধ্যমে আজ আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে বিতর্কিত করতে একটি পক্ষ নানা স্থানে হামলা ভাঙচুর করছে। এ ব্যাপারে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই দুর্বৃত্তদের এসব কর্মকাণ্ড করতে দেয়া যাবে না। আমরা যে কোনো মূল্যে প্রত্যেকে নিজ নিজ এলাকায় শান্তি বজায় রাখবো। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশনা ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের নির্দেশ মোতাবেক এখন থেকে প্রতিটি ইউনিয়নে আমাদের টিম এসব মোকাবেলায় কাজ করবে।