সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০০:০০

হাজীগঞ্জের চেঙ্গাতলী বাজারে ৩টি দোকান ভস্মীভূত

আলমগীর কবির ॥
হাজীগঞ্জের চেঙ্গাতলী বাজারে ৩টি দোকান ভস্মীভূত

হাজীগঞ্জ উপজেলার চেঙ্গাতলী বাজারে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে গভীর রাতে পুড়ে গেল ৩টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে ক্ষয়-ক্ষতি হয়েছে প্রায় ৭২ লক্ষ টাকা।

সরজমিনে গিয়ে দেখা যায়, গত ৫ আগস্ট ১টা ৩০ মিনিটের সময় বাজারে অবস্থানরত লোকজন বাজারের পশ্চিমে আগুনে দেখতে পায়। ডাক-চিৎকার দিলে দোকানের মালিকসহ বাজারের আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। হাজীগঞ্জ ফায়ার সার্ভিস আসার পূর্বেই আশেপাশের লোকজন আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু এর পূর্বেই দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোস্তফা বলেন, আমার দোকানে হোলসেলে মাল বিক্রি করি। সমস্ত মালা-মালসহ প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কাপড়ের দোকানদার মালিক রবিউলের দোকানের কাপড় ও অন্যান্য মালসহ প্রায় ২০ লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সেলুন ব্যবসায়ী নিমাই সেলুনের মালামালসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত দোকানদাররা বলেন, আমরা এখন পথে বসা ছাড়া অন্য কোনো উপায় নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়