সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে শতাধিক আহত

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে শতাধিক আহত

গতকাল রোববার সারাদেশের ন্যায় হাজীগঞ্জে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সকাল ১০টায় টোরাগড়ে হাজীগঞ্জ পাইলট হাই স্কুলের সামনের সড়কে অবস্থান নেয়। প্রায় সাড়ে ১০টার পর আওয়ামী লীগের একটি অংশ সেদিকে গেলে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আসম মাহাবুব উল আলম লিপন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এগিয়ে গেলে ব্যাপক আকারে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের শতাধিক আহত হয়। এ সংঘর্ষ দুপুর ১টা পর্যন্ত চলতে থাকে। দুপুর ১টার সময় হাজীগঞ্জ বাজার থেকে দুর্বৃত্তরা লাঠিসোঠা নিয়ে টোড়াগড়ের দিকে গেলে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়রসহ অন্যরা পৌরসভা এলাকায় অবস্থান নেন। দুর্বৃত্তরা পৌরসভার ভেতরে থাকা মেয়রের গাড়িসহ ২টি গাড়িতে অগ্নি সংযোগ করে। এ সময় মেয়রসহ অন্যরা আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নেভায় ও পেছন দিয়ে তাদেরকে নামিয়ে আনে। বেলা ৩টা পর্যন্ত এই সংঘর্ষ চলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়