প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০০:০০
শাহরাস্তিতে উপজেলা পরিষদে ভাংচুর
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে শাহরাস্তিতে বিক্ষোভ সমাবেশ ও উপজেলা পরিষদে ভাংচুর করেছে শিক্ষার্থীরা। ৪ আগস্ট সকাল ১০টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দোয়াভাঙ্গায় প্রথমে সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে দাবি আদায়ের লক্ষ্যে স্লোগান দিতে থাকে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের অবস্থান ছিল লক্ষ্যণীয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রিজওয়ান সাঈদ জিকু ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন শিক্ষার্থীদের সাথে কথা বলে শান্ত থাকার আহ্বান জানান। দুপুরে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করে শিক্ষার্থীরা ফিরে যাওয়ার সময় উপজেলা পরিষদে হামলার ঘটনা ঘটায়। এতে উপজেলা পরিষদ মিলনায়তন, নির্বাচন অফিস, বন বিভাগ ও তথ্য সেবা কেন্দ্র ভাংচুরে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে উপজেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।