প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
বিহারী নেতা রিয়াজ খানের ইন্তেকাল
চাঁদপুর শহরের কদমতলা নিবাসী ও লেপতোষক ব্যবসায়ী, পুরাণবাজার বিহারী ক্যাম্পের উর্দু ভাষাভাষী বাংলাদেশিদের নেতা মোঃ রিয়াজ খান ৩ আগস্ট শনিবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিন বাদ এশা ঐতিহাসিক চাঁদপুর পুরাণবাজার বড় মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বাজার ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসীসহ ধর্মপ্রাণ মুসল্লিগণ জানাজার নামাজে অংশগ্রহণ করেন। পরে মধ্য শ্রীরামদী মোহাম্মদীয়া জামে মসজিদ সংলগ্ন গণকবরস্থানে রিয়াজ খানকে দাফন করা হয়।