সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০০:০০

দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারের প্রতিবেদন জমা দেয়ার সময় বৃদ্ধি

সংবাদ বিজ্ঞপ্তি ॥
দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারের প্রতিবেদন জমা দেয়ার সময় বৃদ্ধি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারের জন্য প্রতিবেদন জমা দেওয়ার সময় সাম্প্রতিক ইন্টারনেট বিভ্রাট বিবেচনায় ৮ আগস্ট ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করেছে। বাংলাদেশি মালিকানাধীন এবং বাংলাদেশ থেকে পরিচালিত সংবাদপত্র, অনলাইন পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকরা এই পুরস্কারের জন্য প্রতিবেদন জমা দিতে পারবেন। মোট চারটি বিভাগে প্রকাশিত ও প্রচারিত সকল ধরনের দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন থেকে নিরপেক্ষ বিচারকমণ্ডলী কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদান করা হবে। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ সময়কালে প্রকাশিত ও প্রচারিত এবং অনুসন্ধানী সাংবাদিকতার মৌলিক শর্তাবলি পূরণসাপেক্ষে প্রণীত প্রতিবেদনসমূহ মূল্যায়নের জন্য বিবেচিত হবে।

এ বছর শুধুমাত্র অনলাইনে যঃঃঢ়ং://রলধ.ঃর-নধহমষধফবংয.ড়ৎম/ এই লিংকের মাধ্যমে নির্দিষ্ট ফরম যথাযথভাবে পূরণ করে প্রতিবেদন জমা দেওয়া যাবে। ইমেইল/কুরিয়ার সার্ভিস/সশরীরে কিংবা অন্য কোনো মাধ্যমে পাঠানো প্রতিবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে না। প্রতিবেদন জমা দেওয়ার আগে সংযুক্ত নিয়মাবলি ভালোভাবে পড়ে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এ বিষয়ে যে কোনো জিজ্ঞাসায় যোগাযোগ করতে পারেন- জাফর সাদিক, উপ-সমন্বয়ক, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন, টিআইবি (০১৭০৯৬৬১৬৫৫, ুধভধৎ.ংধফরয়@ঃর-নধহমষধফবংয.ড়ৎম)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়