সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০০:০০

শাহরাস্তি মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরঞ্জাম চুরি করতে গিয়ে ধরা পড়লো নাইটগার্ড

শাহরাস্তি ব্যুরো ॥
সরঞ্জাম চুরি করতে গিয়ে ধরা পড়লো নাইটগার্ড

শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জানালা ও গ্রিল চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরা পড়লো অত্র বিদ্যালয়ের নাইটগার্ড মোঃ আলাউদ্দিন। এলাকাবাসী জানায়, ২ আগস্ট শুক্রবার বেলা ৩টায় স্কুল বন্ধ অবস্থায় নাইটগার্ড আলাউদ্দিন স্কুলের পরিত্যক্ত ভবনে রক্ষিত বেশ কিছু জানালা ও গ্রিল নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী হাতেনাতে আটক করে তাকে। পরে উদ্ধারকৃত মালামাল স্থানীয় লোকজন ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের হেফাজতে রাখেন।

স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি আঃ রহিম মিন্টু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে স্কুল বন্ধ থাকায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তবে স্কুল চালু হলে সভাপতি মহোদয়ের সাথে আলোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, ইতিপূর্বে স্কুলে কয়েকটি চুরির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, আলাউদ্দিন সে সকল চুরির ঘটনার সাথে জড়িত ছিল। স্থানীয় ইউপি সদস্য ও স্কুল পরিচালনা কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সোহাগ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি, চুরি হওয়া মালামাল জব্দ করা হয়েছে। এলাকাবাসী ও স্কুল পরিচালনা কমিটি মিলে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

অনেকেই জানান, আলাউদ্দিন নাইটগার্ড হওয়ার সুবাদে মাদকসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়