সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০০:০০

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ

পাপ্পু মাহমুদ ॥
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ

হাজীগঞ্জে সাংবাদিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির ২০২৪-২০২৬ মেয়াদের নেতৃবৃন্দ দায়িত্বভার গ্রহণ করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও সমিতির প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে শনিবার (৩ আগস্ট) দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী সভাপতি কামরুজ্জামান টুটুল নবগঠিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম সিফাত ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন।

এরপর সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন কাজী ইউনুস ও গীতা থেকে পাঠ করেন সুজন দাস। সভায় সারাদেশে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সাংবাদিকদের উপর হামলা ও হত্যা এবং হাজীগঞ্জের সংবাদকর্মী মোহাম্মদ উল্যাহ্ বুলবুলকে মারধর ও দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর জখমের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

একই সময়ে ২০২৪-২৬ সেশনের জন্য গঠিত তিনটি উপ-কমিটির দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

এ সময় সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জয়, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম নয়ন, সাংগঠনিক সম্পাদক পাপ্পু মাহমুদ, প্রচার সম্পাদক এম.আলী মুজিব, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জহির হোসেন, কার্যকরি সদস্য মোঃ হাবিবুর রহমান, অধ্যাপক এস. এম. চিশতী, খালেকুজ্জামান শামীম, কাজী মোরশেদ আলম, মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া সমিতির সদস্য শাখাওয়াত হোসেন শামীম, অমর দাস, কাজী ইউনুস, মজিবুর রহমান রনি, হুমায়ুন কবির, মোহাম্মদ উল্যাহ বুলবুল, মোশারফ হোসেন, নুর মোহাম্মদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়