প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
মতলবে তাহফিজুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসা অফিস উদ্বোধন ও দুধ-ডিম খাওয়া কর্মসূচি
মতলবে পৌর এলাকার ম্যাক্সি স্ট্যান্ডের পাশে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে তাহফিজুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসার অফিস উদ্বোধন ও দুধ-ডিম খাওয়া কর্মসূচি ৩ আগস্ট শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করেন মাদ্রাসার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সৈয়দ আহমেদ (বুলবুল) মাস্টার।
মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন মন্টুর সভাপতিত্বে এবং উপজেলা জামে মসজিদের খতিব ও মাদ্রাসার পৃষ্ঠপোষক আলহাজ্ব মাওলানা মোঃ মোর্শেদ আলম সিরাজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ জাকির হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, ব্যবসায়ী ও ভবন মালিক মোঃ মিজানুর রহমান, মতলব পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ মৃধা, উদ্দমদী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ নূর মোহাম্মদ শেখ আইয়ুবী। বক্তব্য রাখেন ব্যবসায়ী মোঃ ফারুক, মঞ্জুরুল আহমেদ, মাদ্রাসার শিক্ষক মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা মোঃ আনিছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র আবু রায়হান। হামদ পেশ করেন শিক্ষার্থী ইমতিয়াজ আলিফ। পরে শিক্ষার্থীদের দুধ ও ডিম খাইয়ে দেন প্রধান অতিথি ও অন্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথি বলেন, আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমার মেয়েকেও এই মাদ্রাসায় শিক্ষাদানের জন্যে পাঠাবো। প্রতিমাসেই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও আমার ব্যক্তিগত অর্থায়নে শিক্ষার্থীদের দুধ-ডিম খাওয়ানো হবে। কারণ, দুধ ও ডিমে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। যা শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে।