সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০০:০০

অতীতের সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে : খাজে আহ্মেদ মজুমদার

ঐক্যবদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাই পারে সকল প্রতিকূলতা দূর করতে

------আবুল খায়ের পাটওয়ারী

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ঐক্যবদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাই পারে সকল প্রতিকূলতা দূর করতে

জাতীয় শোক দিবস পালন, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মজিব ও শেখ কামালের জন্মদিন পালন এবং সাম্প্রতিক বিষয়াদি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা আওয়ামী যুব লীগের কার্যালয়ে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খাজে আহ্মেদ মজুমদার।

তিনি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে এই পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের অনেক সোনালী অর্জন রয়েছে। এই অর্জনকে কোনো ভাবেই ধূলিসাৎ করতে দেয়া যাবে না। তাই আমাদের অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। ওয়ার্ড থেকে ইউনিয়ন এবং উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে। নিষিদ্ধ জামাত-শিবির মরণ কামড় দেয়ার জন্যে উঠেপড়ে লেগেছে। তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। প্রতিটি ওয়ার্ডে তাদের মোকাবেলায় প্রতিরোধ কমিটি করতে হবে। জাতির পিতার রেখে যাওয়া অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্পন্ন হবে। তাই আমাদের শোকের মাসেই শোককে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যেতে হবে।

সভাপতির বক্তব্যে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী বলেন, গত প্রায় ১৬ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত। আমাদের নেত্রী দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে অনেক দূর নিয়ে গেছেন। আমাদের তার হাতকে শক্তিশালী করতে হলে ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাই পারে সকল প্রতিকূলতা দূর করতে।

উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেনের পরিচালনায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, অ্যাডঃ মোহাম্মদ আলী মজুমদার, শিক্ষা বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, প্রচার সম্পাদক সুলতান আহমদ রিপন, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শাহ আলম, রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ সাত্তার কালু, পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পি এম আক্তার, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ খালেক, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু, উপজেলা কৃষক লীগের সভাপতি জহির হোসেন মিজি, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন, আল আমিন পাটওয়ারী, বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সম্পাদক মোহাইমিন সারোয়ার বক্তব্য রাখেন। সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি , সম্পাদক, এমপি প্রতিনিধি, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়