প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০০:০০
শহিদ উল্লাহ্ মাস্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ ও গভর্নিংবডির সভাপতি শহিদ উল্লাহ মাস্টারের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাবুরহাট নিজ বাড়িতে এই দোয়া অনুষ্ঠিত হয়। তিনি ২০২০ সালের ১ আগস্ট চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড বাবুরহাটের নিজ বাড়িতে ইন্তেকাল করে। তিনি তাঁর জীবদ্দশায় অনেক সমাজ সংস্কার কাজ করে গেছেন। তিনি ছিলেন সুরিয়া-শহীদুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তাঁর অগণিত ছাত্র দেশ-বিদেশে উর্চ্চপর্যায়ে কর্মরত রয়েছেন। তাঁর সন্তান ড. আবু সিনা ও ড. শিখা অনির্বাণ বর্তমানে অস্ট্রেলিয়াতে গবেষণা ও শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
গতকাল ২ আগস্ট শুক্রবার বাদ জুমা তাঁর নিজ বাড়ি বাবুরহাটে চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে আত্মীয়-স্বজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।