সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে নিখোঁজের চারদিনেও খোঁজ মিলেনি ফারুক হোসেনের

শামীম হাসান ॥
ফরিদগঞ্জে নিখোঁজের চারদিনেও খোঁজ মিলেনি ফারুক হোসেনের

ফরিদগঞ্জে স্বজনের বাড়িতে যাওয়ার কথা বলে বেরিয়ে ফারুক হোসেন (৪২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের বেলতলা থেকে রুস্তমপুর গ্রামে যাওয়ার পথে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে বুধবার (৩১ জুলাই) ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৬০৭) করেন তার ভাই রাকিবুল ইসলাম।

ফারুক হোসেন ফরিদগঞ্জের কাছিয়াড়া গ্রামের মোঃ নূরুল ইসলাম ও রহিমা খাতুন দম্পতির বড় ছেলে। প্রতিবন্ধী না হলেও মানসিকভাবে সহজ-সরল প্রকৃতির লোক ফারুক হোসেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে নানার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বাড়িতে ফিরে না আসায় পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ করা হয়। এরপর কোনো সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ফারুক হোসেসের ভাই রাকিব হোসেন বলেন, নানার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে অনেক খোঁজ করেও না পেয়ে থানায় জিডি করেছি। আমরা ফেসবুকে পোস্ট, বিভিন্ন স্থানে লিফলেট ও মাইকিং করে তার খোঁজ পাওয়ার চেষ্টা করছি। সবার কাছে অনুরোধ আমাদের ভাইকে খুঁজে দিন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, ফারুক হোসেনের খোঁজে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। সব থানায় তার নিখোঁজের তথ্য দেওয়া হয়েছে। অবস্থান নিশ্চিত হলে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কেউ ফারুক হোসেনের সন্ধান পেলে তার ভাই রাকিব হোসেনের ০১৬২৮০৫৯৪৩৯ নম্বরে অথবা ফরিদগঞ্জ থানার ডিউটি অফিসারের ০১৩২০১১৬১৩২ নম্বরে খবর দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়