সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০০:০০

মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন সময়ের মতো ঐক্যবদ্ধ হতে হবে

-------মেয়র আবুল খায়ের পাটওয়ারী

প্রবীর চক্রবর্তী ॥
মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন সময়ের মতো ঐক্যবদ্ধ হতে হবে

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, মুক্তিযোদ্ধাদের আর ঘরে বসে থাকার সময় নেই। নিজেদের মধ্যকার সকল ভেদাভেদ ভুলে গিয়ে মুক্তিযুদ্ধকালীন সময়ের মতো ঐক্যবদ্ধ হতে হবে। কারণ স্বাধীনতার বিরোধী শক্তি জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির আবারো তাদের ছোবল দেয়া শুরু করেছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে তারা নিজেদের স্বার্থ হাসিলের নামে নানা চক্রান্ত শুরু করেছে। সরকার ইতিমধ্যেই সময়োপযোগী সিদ্ধান্তে জামায়ত-শিবিরকে নিষিদ্ধ করেছে। এখন তারা গুপ্ত হত্যার মতো মুক্তিযুদ্ধকালীন সময়ের মতো নানা অপকর্ম করতে পারে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে এবং নিজেদের ঐক্যবদ্ধতার ভিত মজবুত করতে হবে। কেউ যেনো ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার নানা চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। গুজবে গুজবে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। কোটা নিয়ে আন্দোলন শুরু হলেও তাকে অন্যদিকে নিয়ে যাওয়ার নানা চেষ্টা চলছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো দৃঢ়চিত্তে এসব মোকাবেলা করছেন। আমরা চাই সকল হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হোক। যাতে এদেশের মানুষ বুঝতে সক্ষম হয় হায়েনারা এখনো থেমে নেই।

২ আগস্ট শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথাগুলো বলেন। সভায় উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান খাজে আহ্মেদ মজুমদার বলেন, মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীর ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। ঐক্যবদ্ধ হয়েই নিষিদ্ধ জামাত-শিবিরের গোপন ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্ল্যা তপাদার, ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন, পৌর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুস সামাদ, সহকারী কমান্ডার সফর আলী, সাবেক ডেপুটি কমান্ডার আলী আহমেদ, মুক্তিযোদ্ধা আবুল কালাম, মোহাম্মদ উল্লা তালুকদার, আব্দুল হামিদ, মানিক চন্দ্র, আবু তাহের, আব্দুল খালেক, আব্বাছ উদ্দিন আবুল হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়