প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০০:০০
খাজুরিয়ায় আবারো চুরি
ফরিদগঞ্জের খাজুরিয়া এলাকায় আবারো চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার (৩১ জুলাই) রাতে গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামের গাজী বাড়ির আক্কাছ আলীর ঘরে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় আক্কাছ আলীর স্ত্রী উম্মে কুলছুম লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উম্মে কুলছুম জানান, বুধবার রাতে তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে জেগে চুরির ঘটনা দেখতে পান। চোরেরা চৌচালা টিনের ঘরের পেছনের দরজা সুকৌশলে খুলে ঘরের ভেতর প্রবেশ করে স্টিলের আলমারির লক ভেঙ্গে ড্রয়ারের ভিতরে রাখা নগদ ৫ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কার (যার মূল্য ৮ লাখ টাকা), মোবাইল ফোনসেটসহ পায় ৮ লাখ ২০ হাজার টাকা মালামাল চুরি করে। বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়।