প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০০:০০
হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা
কর্মস্থল থেকে বিদায় নিলেন হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিতা দে। ১ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় বিদ্যালয় মিলনায়তনে তার বিদায় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা সাফি বন্যা। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাসান ইমাম বাদশা। আরো বক্তব্য রাখেন সাবেক সহকারী শিক্ষিকা শাহিন আক্তার, সহকারী শিক্ষিকা নাজমা আক্তার, দিলরুবা ইয়াসমিন, শাহাদাত হোসেন, সুমি মজুমদার প্রমুখ।
বক্তারা বলেন, সহকারী শিক্ষিকা রিতা দে খুবই মানসম্মত শিক্ষক ছিলেন। তিনি বিদ্যালয়ে সঠিক সময়ের পূর্বে চলে আসতেন এবং ক্লাস শুরু হলে ক্লাসে গিয়ে বসে থাকতেন না, পড়ানো শুরু করে দিতেন। তার বিদায়ে বিদ্যালয় অনেকটা সমস্যায় পড়তে হবে। মানসম্মত শিক্ষক না পাওয়া পর্যন্ত আমাদের সমস্যায় পড়তে হবে। রিতা দে যেমন শিক্ষার্থীদের দিয়েছেন, তেমনি তার সন্তান দেশের সর্ববৃহৎ বিদ্যাপীঠ বুয়েট থেকে শিক্ষা অর্জন করেছেন। রিতা দে সবসময় শিক্ষকদের বলতেন, আপনারা যদি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কিছু দেন তাহলে আপনার সন্তান তারচেয়ে বেশি দেবে, আমার বেলায় তা হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নুরুজ্জামান কাজল।