প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন সভা
মাস্টার প্ল্যানের মাধ্যমে পৌরবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব
...... মেয়র আবুল খায়ের পাটওয়ারী
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ১৬ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নকল্পে ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষের সাথে পরামর্শক প্রতিষ্ঠান শেলটেক কনসালটেন্সির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে পৌরসভা কার্যালয়ে মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান, প্যানেল মেয়র মাজহারুল ইসলাম মিরণ, সেলিনা আক্তার যুঁিথ, কাউন্সিলর মোহাম্মদ হোসেন, শেলটেক কনসালটেন্সি ফার্মের সিনিয়র পরামর্শক মোঃ শাহাদাত হোসেন, সহকারী নগর পরিকল্পনাবিদ রাফি আহমেদ, আবির আহমেদ, মুশফিকুর রহমান ও সিফাত রেজা বক্তব্য রাখেন।
আবুল খায়ের পাটওয়ারী তাঁর বক্তব্যে বলেন, ফরিদগঞ্জ পৌরসভার বড় ধরনের উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। আরো কয়েকটি প্রকল্প অনুমোদন করার চেষ্টা করছি। তবে সবকিছুই যদি পরিকল্পনামাফিক এবং মাস্টার প্ল্যানের মাধ্যমে হয়, সেটি জনগণের জন্য ভালো হবে। আর মাস্টার প্ল্যানের মাধ্যমেই পৌরবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। তাই শেলটেকের কর্মকর্তারা ভালোভাবে একটি মাস্টার প্ল্যান করে দিতে পারলে আমরা তা দ্রুত বাস্তবায়ন করবো।
শেলটেক কনসালটেন্সি ফার্মের সিনিয়র পরামর্শক মোঃ শাহাদাত হোসেন বলেন, মহাপরিকল্পনা তিনটি স্তরে প্রণয়ন করা হবে। একটি ২০ বছর মেয়াদী, একটি ১০ বছর মেয়াদী এবং একটি ৫ বছর মেয়াদী। নগর এলাকা পরিকল্পনা, ভূমির ব্যবহার, পরিবহন ও ট্রাফিক ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন ও ইউটিলিটি সেবা, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং নগর পরিষেবার পরিকল্পনা থাকবে এতে।