প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০০:০০
রূপসা বাজার উত্তর গলির আরসিসি রাস্তার উদ্বোধন
ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রূপসা বাজারের উত্তর গলির আরসিসি রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। ৩১ জুলাই বুধবার দুপুরে গুরুত্বপূর্ণ রাস্তাটি উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খাজে আহমদে মজুমদার।
রাস্তাটি নিয়ে দীর্ঘদিন দুর্ভোগে ছিলেন বাজারবাসী। কাঙ্ক্ষিত রাস্তাটি পাকা হওয়াতে বাজারবাসী অনেক খুশি। তাইতো রাস্তাটি উদ্বোধন করতে আসা জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান। বাজার ব্যবসায়ী কমিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার মৌলী মন্ডল, উপজেলা ইঞ্জিনিয়ার আবরার আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান। রাস্তার নাম ফলকের পর্দা সরানোর পর দোয়া ও মোনাজাত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদ, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা পাবেল পাটওয়ারী, ১৫ নং রূপসা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম সুমন প্রমুখ।
১৬ লাখ ৮১ হাজার ৯৬৪ টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করেন ঠিকাদার খায়রুল আলম সবুজ। হাট বাজার উন্নয়ন তহবিল থেকে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি করা হয়। ৫২ ফুট লম্বা ও ১২ ফুট চওড়া এবং ৬ ইঞ্চি পুরুত্বের রাস্তাটি টেকসই উন্নয়নের একটি প্রকল্প।