সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০০:০০

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনকালে খাজে আহমেদ মজুমদার

পরিকল্পিত মাছ চাষের মাধ্যমে আমাদের আরো এগিয়ে যেতে হবে

প্রবীর চক্রবর্তী ॥
পরিকল্পিত মাছ চাষের মাধ্যমে আমাদের আরো এগিয়ে যেতে হবে

ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে গতকাল ৩১ জুলাই বুধবার। এ উপলক্ষ্যে সকালে সড়ক র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সড়ক র‌্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার। র‌্যালিতে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেনের স্বাগত বক্তব্যের পর আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকবর হোসেন মনির, মাজুদা বেগম, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, বুলবুল আহমেদ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ। আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষীদের সম্মাননা ও সনদপত্র দেয়া হয়। এছাড়া মৎস্যজীবীদের জেলে কার্ড প্রদান করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার বলেন, সরকার ইলিশ উৎপাদন বাড়ানোর জন্যে নানা পদক্ষেপ গ্রহণের কারণে আজ দেশে ইলিশ উৎপাদন দ্বিগুণের বেশি বেড়েছে। একই ভাবে আমাদের ফরিদগঞ্জ উপজেলায় মিঠা পানির মাছ উৎপাদনে আরো বেশি পরিকল্পনা গ্রহণ করতে হবে। পরিকল্পিত মাছ চাষের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা জানি ফরিদগঞ্জের বৃহৎ জনগোষ্ঠীর চাহিদা মিটিয়েও মৎস্যচাষী প্রায় ১১ হাজার টন বেশি মাছ বেশি উৎপাদন করে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে। মিঠা পানির মাছ উৎপাদনে ফরিদগঞ্জ উপজেলা চাঁদপুরে প্রথম ও সারাদেশের মধ্যে ৪র্থ। আমাদের আরো এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে, তবে অবশ্যই পরিকল্পিতভাবে করলে তা ভাল হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়