প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০০:০০
না ফেরার দেশে চলে গেলেন তবল শিল্পী টুটন চক্রবর্তী
না ফেরার দেশে চলে গেলেন টুটন চক্রবর্তী। চাঁদপুর সঙ্গীত নিকেতনের সঙ্গীত বিভাগের শিক্ষক বাবুল চক্রবর্তীর ছোট ভাই টুটন চক্রবর্তী (৪৯) দুরারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২৯ জুলাই রাত সাড়ে ১০টায় ঢাকার সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বাংলাদেশের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, ভারতের পিজি হাসপাতাল এবং উন্নত চিকিৎসার জন্যে ভারতের হায়দ্রাবাদস্থ এআইজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হাসিখুশি সাদামাটা স্বভাবের টুটন চক্রবর্তী তাঁর কর্মজীবনের পাশাপাশি শিল্প চর্চ্চায় একনিষ্ঠ একজন তবল শিল্পী, নাট্যকর্মী (অনন্যা নাট্যগোষ্ঠী) ও সংগীতপ্রিয় সংগঠক ছিলেন। টুটন চক্রবর্তী ঢাকাস্থ একটি বেসরকারি সংস্থা বিওয়াইএফসিতে অফিসার পদে সম্মানের সাথে কাজ করে আসছিলেন। টুটন চক্রবর্তী চাঁদপুরের সঙ্গীত নিকেতনে তবলে শিক্ষা নেন, পরবর্তীতে ঢাকাতে ছায়ানটে ভর্তি হন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন। তিনি চাঁদপুর সঙ্গীত নিকেতনের একজন তবল শিল্পী ও একনিষ্ঠ কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। চাঁদপুর অবস্থানকালীন সময়ে সঙ্গীত নিকেতনের বিভিন্ন অনুষ্ঠানে তালবাদ্যে বিশেষ সহযোগিতা প্রদান করেন।
স্ত্রীর শারীরিক অসুস্থতাজনিত কারণে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া দিনাজপুরের বিরামপুরে গতকাল ৩০ জুলাই বেলা ৪টায় সম্পন্ন হয় বলে জানা যায়। সঙ্গীত নিকেতনের আহ্বানে বিভিন্ন প্রতিষ্ঠানসহ যাঁরা ইতিপূর্বে তাঁর চিকিৎসার জন্যে আর্থিক সহযোগিতার হাত প্রসারিত করেছেন তাঁদের প্রতি অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সঙ্গীত নিকেতনের সকল শিক্ষকের পক্ষ থেকে অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত এ শিল্পীর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং প্রয়াতের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।