প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০০:০০
কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬-এর সভাপতির সুস্থতা কামনায় দোয়া
শফিকুর রহমান একজন দক্ষ সংগঠক
--------অ্যাড. সেলিম আকবর
চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬-এর সভাপতি এএসএম শফিকুর রহমান গুরুতর অসুস্থ হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় সংগঠনের কর্মকর্তাগণ ৩০ জুলাই বাদ আছর বিষ্ণুদী রোডস্থ আবদুর রহমান মুন্সী জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছেন। ওই দোয়া অনুষ্ঠানে অঞ্চল-৬-এর সাবেক সভাপতি প্রফেসর মোহাম্মদ হোসেন ও বর্তমান কোষাধ্যক্ষ আবদুর রহমান তালুকদারের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এতে দোয়া মোনাজাত করেন শেরেবাংলা ছাত্রাবাস জামে মসজিদের খতিব মাওলানা আহম মহিব্বুলাহ। মিলাদ পরিচালনা করেন আবদুর রহমান মুন্সী জামে মসজিদের ইমাম হাফেজ মিজানুর রহমান।
মোনাজাতের পূর্বে বক্তব্য রাখেন অঞ্চল-৬-এর উপদেষ্টা ও বিশিষ্ট আইনজীবী সেলিম আকবর। তিনি তাঁর বক্তব্যে বলেন, শফিকুর রহমান একজন দক্ষ সংগঠক। তিনি সবসময় সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকতেন। তিনি কারও ক্ষতি করছেন এমন নজির নেই। ’৯০ দশকে আমরা শফিক ভাইয়ের নেতৃত্বে বিষ্ণুদী রোডে বৃক্ষরোপণ করেছি। আজ সেই গাছ বড় হয়ে বিষ্ণুদী রোডে দৃশ্যমান। তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কারণে পাড়া-মহল্লায় অপরাধ প্রবণতা কম। এ পুলিশিংকে টিকেয়ে রাখতে টহল সদস্যদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
মোনাজাতে অংশ নেন অঞ্চল-৬-এর উপদেষ্টা মোঃ ইসমাইল হোসাইন, সহ-সভাপতি মোঃ নূর হোসেন, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, যুগ্ম সম্পাদক মোঃ গোলাম মোস্তফা খান, মোঃ ওয়ালিদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ কামরুল ইসলাম পাটওয়ারী, প্রচার সম্পাদক তানজির রেজা রণি, আবদুর রহমান মুন্সী জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সদস্য মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মজিবুর রহমান, বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এম এ খালেক মিয়াজী, নিরাপদ সড়ক চাই চাঁদপুর সদর উপজেলার সদস্য সচিব মোঃ রাসেল খান পায়েল, সদস্য অয়াজি উল্লাহ জিন্নাহ ও মোঃ বিল্লাল হোসেন, মাওঃ মোঃ আবু সুফিয়ান প্রমুখ। পরে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, এএসএম শফিকুর রহমান জেলা ক্যাবের সাবেক সভাপতি, পৌর ১৩নং ওয়ার্ডের উত্তর গুণরাজদিতে অবস্থিত আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও হাইমচর নিজ এলাকায় উত্তর আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি চাঁদপুর-৩ আসনের সাবেক এমপি প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহর ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন এবং পানি উন্নয়ন বোর্ডের সহকারী হিসাব রক্ষক হিসেবে ২০০৭ সালে অবসর গ্রহণ করেন। এছাড়া তিনি বহু মসজিদ-মাদ্রাসা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব রয়েছেন।