প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০০:০০
শ্রীশ্রী গোপাল জিউড় আখড়ায় প্রার্থনাসভা
সম্প্রতি সারাদেশে সংঘটিত সহিংস ঘটনায় নিহত ও আহতদের স্মরণে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের আহ্বানে চাঁদপুর শহরের নতুনবাজার শ্রীশ্রী গোপাল জিউড় আখড়া মন্দিরে গত ২৮ জুলাই রোববার রাত ৮টায় বিশেষ প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন শ্রীশ্রী গোপাল জিউড় আখড়া মন্দিরের সাধারণ সম্পাদক বাপ্পি পাল, সহ-সভাপতি চিররঞ্জন রায়, সাংগঠনিক সম্পাদক শম্ভু দত্ত, উৎপল দে, দপ্তর সম্পাদক স্বপন কুমার সাহা, কোষাধ্যক্ষ দিলীপ পাল, সহ-কোষাধ্যক্ষ কিশোর পোদ্দার, সদস্য, শমর দাস, মরণ পাল প্রমুখ।
এছাড়া শ্রীশ্রী গোপাল জিউড় আখড়া মন্দির কমিটির সাবেক আহ্বায়ক মধুসূদন পোদ্দার হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করায় তাঁর আত্মার শান্তি কামনায়ও প্রার্থনা করা হয়। ছবি ও প্রতিবেদন : বাদল মজুমদার।