প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০০:০০
এএসএম শফিকুর রহমান গুরুতর অসুস্থ
দোয়া কামনা
দৈনিক চাঁদপুর কণ্ঠের কলামিস্ট ও চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডস্থ কমিউনিটি পুলিশিং কমিটি অঞ্চল-৬-এর সভাপতি আলহাজ্ব এএসএম শফিকুর রহমান পাটওয়ারী অসুস্থ। তাঁর সুস্থতার জন্যে সকলের নিকট দোয়া চেয়েছেন তাঁর স্ত্রী ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষকা জাহানারা বেগম। তিনি ২১ জুলাই রোববার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। পরে চাঁদপুর ফেমাস স্পেশালাইজ্ড হসপিটালে চিকিৎসা নিয়েছেন বলে তাঁর স্ত্রী জানিয়েছেন। তিনি চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ মোস্তাকিম হায়দার রুমির পরামর্শে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ.এস.এম. শফিকুর রহমান পৌর ১৩নং ওয়ার্ডের উত্তর গুণরাজদীতে অবস্থিত আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এর আগে তিনি চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের সহকারী হিসাব রক্ষক হিসেবে ২০০৭ সালে অবসরগ্রহণ করেন। এছাড়া তিনি বহু মসজিদ-মাদ্রাসা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বে রয়েছেন।