প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০০:০০
জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর প্রথম নামাজে জানাজার পর চাঁদপুর শহরের ঐতিহাসিক বেগম জামে মসজিদ সংলগ্ন ঈদগাহে তার কফিনে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নেতৃবৃন্দ। জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নাঈম পাটোয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, শাহির হোসেন পাটোয়ারীসহ অন্য নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর কফিনে এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
রোববার বিকেলে প্রথমে চাঁদপুর জেলা আওয়ামী লীগ, এরপর চাঁদপুর জেলা আইনজীবী সমিতি, চাঁদপুর রোটারী ক্লাব, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখা, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর পক্ষে দলের নেতা-কর্মীবৃন্দ, ফরিদগঞ্জ ফাউন্ডেশনের পক্ষে চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, সাংবাদিক শরিফ চৌধুরী, অধ্যাপক লিটনসহ অন্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া সরকারি আইন কর্মকর্তাবৃন্দ, পৌর আওয়ামী লীগ ও জীবনদীপের পক্ষ থেকেও মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।
এদিন বাদ মাগরিব মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ গ্রামের বাড়ি ফরিদগঞ্জের চরকুমিরায় অনুষ্ঠিত হবার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।