প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০০:০০
শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক গ্রেফতার
ভাংচুর ও ককটেল বিস্ফোরণের মামলায় শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর মিয়াজীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই দোয়াভাঙ্গা এলাকায় মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, ভাংচুর, পুলিশ সদস্যদের আহত করাসহ ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপি ও জামায়াতের অজ্ঞাত ৫শ’ থেকে ৬শ’ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় শুক্রবার রাতে উপজেলার মেহের কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর মিয়াজীকে গ্রেফতার করে পুলিশ।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, দোয়াভাঙ্গার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলী আজগর মিয়াজীকে গ্রেফতার করা হয়েছে।