প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০০:০০
ইন্টারনেট সেবা বন্ধ থাকায়
চাঁদপুরে প্লেট তৈরি না হওয়ায় স্থানীয় পত্রিকার প্রকাশনা বন্ধ থাকে ৬দিন
সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের কারণে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এতে চাঁদপুর জেলার স্থানীয় দৈনিক পত্রিকার প্রকাশনাও ছয়দিন বন্ধ থাকে।
গত ১৮ জুলাই বৃহস্পতিবার রাত ৯টার পর ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এতে চাঁদপুর জেলা থেকে প্রকাশিত সকল পত্রিকা নেট সংশ্লিষ্ট হওয়ায় শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেও প্রকাশনা অব্যাহত রাখা সম্ভব হয় নি। চাঁদপুরের প্রেস মালিকরা জানান, তাদের প্রেসে এখন ম্যানুয়ালি ছাপা হয় না। তারা ডিজিটাল পদ্ধতিতে ছাপা কার্যক্রম পরিচালনা করেন। কারণ পেস্টিং, প্লেট তৈরি করা, এক্সপোজ দেয়া কোনোটাই চাঁদপুরের প্রেসগুলোতে হয় না। তারা ছাপা সংক্রান্ত যত কাজ করেন তা ই-মেইলে ঢাকায় পাঠিয়ে দেন। প্রেস মালিক রোটাঃ মোঃ মিজানুর রহমান খান বলেন, প্লেট তৈরি করতে এক্সপোজের জন্যে হাই ভোল্টেজ বিদ্যুৎ ব্যবহার করতে হয়। তার জন্যে আলাদা রুম লাগে। প্লেট তৈরির ক্যামিকেলসহ অন্যান্য সরঞ্জামের দাম এতো বেশি বৃদ্ধি পেয়েছে যে, কোনো প্রেসই এখন আর বাড়তি ঝামেলা করতে চায় না।
সিরাজ অফসেট প্রেসের মালিক শাহাদাত হোসেন বলেন, চাঁদপুরে কোনো প্রেসেই প্লেট তৈরি হয় না। ঢাকা থেকে প্লেট তৈরি করে তারা তাদের প্রেসে ছাপার কার্যক্রম চালাচ্ছেন। কথা হয় চাঁদপুর আইডিয়েল প্রেসের স্বত্বাধিকারী মোঃ শাখাওয়াত হোসেনের সাথে। তিনি বলেন, চাঁদপুরে এখন আর প্লেট তৈরি হয় না। যাও আমাদের ছিলো তা গত ২ বছর ধরে বন্ধ করে দেই। বর্তমানে আমরা কাজ নিয়ে তা ই-মেইলে রাতের মধ্যে ঢাকায় পাঠিয়ে দেই এবং প্লেট হাতে পেয়ে ছাপার কাজ করি। তিনি বলেন, চাঁদপুরে প্লেট তৈরি করতে যে পরিমাণ খরচ হয়, মালের দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় সে প্লেট তৈরি করে আমাদের পোষায় না।