প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০০:০০
কারফিউতে শাহরাস্তির স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত
পুলিশের মামলা, পরিবেশ শান্ত
সারাদেশের ন্যায় শাহরাস্তিতে পালিত হচ্ছে কারফিউ। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার সারাদেশে সেনা মোতায়েনসহ কারফিউ জারি করে। শাহরাস্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি, আনসার ব্যাটালিয়ন ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। এমন পরিস্থিতির পূর্বে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিগত ক’দিন শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় পুলিশের বাধা উপেক্ষা করে অবস্থান নেয়। এ সময় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রিজওয়ান সাঈদ জিকু, শাহরাস্তি থানার ওসি মোঃ আলমগীর হোসেন, উপ-পরিদর্শক রোকনুজ্জামানসহ বেশ ক’জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাতের ব্যাপক তৎপরতা দেখা যায়।
কারফিউ জারি করার পর থেকে উপজেলার বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করে। এদিকে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৫শ’ থেকে ৬শ’ জামায়াত-বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকজনকে আটক করে। বর্তমানে উপজেলার পরিবেশ শান্ত রয়েছে। তবে জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগ ব্যবস্থার ব্যাঘাত ঘটে।
সর্বশেষ খবর হচ্ছে, শাহরাস্তিতে শান্তিপূর্ণভাবে কারফিউ পালিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।