বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ পৌরসভাকে শহরে রূপান্তরের লক্ষ্যে উন্নয়ন কর্মযজ্ঞ

------------মেয়র আবুল খায়ের পাটওয়ারী

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জ পৌরসভাকে শহরে রূপান্তরের লক্ষ্যে উন্নয়ন কর্মযজ্ঞ

ফরিদগঞ্জ পৌর এলাকার কালীরবাজার চৌরাস্তা ও এ.আর. হাইস্কুল মোড় থেকে ওনুআ চত্বর পর্যন্ত IUGIP প্রকল্পের IUGIP/FAR/UT+DR/02/2022 Pakage -এর D-078 ড্রেন প্রকল্পের দু’টি সড়কের পাশের ড্রেন নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ৪ জুন মঙ্গলবার দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। তিনি বলেন, ফরিদগঞ্জ পৌরসভাকে শহরে রূপান্তরের লক্ষ্যে উন্নয়ন কর্মযজ্ঞ দুর্বার গতিতে এগিয়ে চলছে। প্রথম শ্রেণির ফরিদগঞ্জ পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে আমি বদ্ধ পরিকর। ওটএওচ প্রকল্পের আওতায় পৌর এলাকায় বিভিন্ন স্থানে সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ শুরু হয়েছে। কাজের মান নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত তদারকি করছেন প্রকল্পের প্রকৌশলীসহ পৌরসভার কর্মকর্তারা। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন গ্রাম হবে শহর। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তাবায়নের লক্ষ্যে ফরিদগঞ্জ পৌর এলাকায় সড়ক উন্নয়নসহ বিভিন্ন প্রজেক্টের কাজ চলমান আছে। আমি চাই কাজের সাথে সংশ্লিষ্ট ঠিকাদারসহ সবাই সঠিকভাবে কাজ করার মধ্যদিয়ে পৌরসভার উন্নয়ন কাজে গৌরবের অংশীদার হবেন।

এ সময় পৌরসভার প্যানেল মেয়র-১ আব্দুল মান্নান পরান, কাউন্সিলর জাকির হোসেন গাজী, মোহাম্মদ হোসেন, মিউনিসিপ্যাল প্রকৌশলী সোহেল প্রধান, সহকারী প্রকৌশলী মোঃ মেরাজ হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী নাসিরুজ্জামান প্রমুখ।

এদিকে মঙ্গলবার বিকালে পৌর এলাকার ভাঁটিরগাঁও হতে মিরপুর ছৈয়াল বাড়ি পর্যন্ত সড়কের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ল্যাব টেকনিয়শিয়ান দ্বারা কাজ তদারকি করেন পৌর মেয়র।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়