প্রকাশ : ০২ জুন ২০২৪, ০০:০০
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের কমিটি গঠন
সভাপতি নাসরিন আক্তার, সেক্রেটারী আফরোজা পারভীন
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল (ডিস্ট্রিক্ট-৩২৮)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। ক্লাবের ২০২৪-২৫ বর্ষের প্রেসিডেন্ট হিসেবে নাসরিন আক্তার ও দ্বিতীয়বারের মতো সেক্রেটারী হিসেবে আফরোজা পারভীনকে নির্বাচিত করা হয়। উক্ত কমিটিতে ভাইস প্রেসিডেন্ট-১ হিসেবে ডালিয়া খানম, ভাইস প্রেসিডেন্ট-২ হিসেবে রৌশন আক্তার, আইপিপি হিসেবে মিতু আক্তার, ট্রেজারার হিসেবে রুবিনা মরিয়ম, আইএসও হিসেবে ফাহমিদা খানম, এডিটর হিসেবে ফৌজিয়া হোসেন পুতুল, ইসি মেম্বার হিসেবে ফাতেমা হোসেন লাভলী, মাহমুদা খানম, মুক্তা পীযূষ, নাঈমা মোশারফ, তাসলিমা সুলতানা মুন্নী ও তাসনুভা রহমান তন্নীকে নির্বাচিত করা হয়েছে।
এছাড়া ক্লাবের অনারারী সদস্য হিসেবে আছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী এবং নারী নেত্রী ও সমাজসেবক আফরোজ জাহান আখন্দ। সদস্য হিসেবে আছেন (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) : ডাঃ আছমা আক্তার, ডাঃ ইশরাত জাহান, খোদেজা বেগম, মলি চক্রবর্তী, মনজু ঘোষ, প্রীতি রাণী সাহা, রূপালী আক্তার, তানিয়া ইশতিয়াক খান প্রমুখ।
উল্লেখ্য, উক্ত কমিটি চলতি বছরের ১ জুলাই দায়িত্ব গ্রহণ করবে এবং ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।