প্রকাশ : ৩১ মে ২০২৪, ০০:০০
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
কচুয়ায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা
কচুয়ায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ সামিয়ান সাবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর হোসেন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ব্রজ গোপাল পোদ্দার, এফপিআই সমীর চন্দ্র রায় ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক রুবি আক্তার। কাল ১জুন জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সমগ্র কচুয়া উপজেলায় ২শ’ ৮৯টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৬ হাজার ৪শ’ ৯৯ জন ও ১২-৫৯ মাস বয়সী ৫০ হাজার ৫শ’ ৭২ জন শিশুকে ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।