প্রকাশ : ৩১ মে ২০২৪, ০০:০০
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুরের আয়োজনে
জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকীতে মিলাদ ও দোয়া
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৩০মে বৃহস্পতিবার দুপুরে এ মিলাদের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। মিলাদে উপস্থিত ছিলেন ফোরামের চাঁদপুরের সভাপতি অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম. রফিকুল হাসান রিপন, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ কামাল হোসেন, সাবেক সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডঃ বাবর বেপারী, চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডঃ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ, ফোরামের যুগ্ম সম্পাদক অ্যাডঃ জসিমউদ্দিন (মেহেদী হাসান), দপ্তর সম্পাদক অ্যাডঃ আলম খান মঞ্জু, ফোরামের নেতা অ্যাডঃ আব্দুল্লাহ হিল বাকী, অ্যাডঃ মাইনুল ইসলাম, অ্যাডঃ ইমাম হোসেন টিটুসহ সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্য আইনজীবীগণ।