প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
বিডি ব্র্যান্ড শপ ফেসবুক পেজ দ্বারা প্রতারণার শিকার গৃহবধূ
ফেসবুক পেজের মাধ্যমে প্রতারণার শিকার হলেন এক গৃহবধূ। জানা যায়, BD Brand Shop -এ প্রদর্শিত একটি আলমিরা পছন্দ হয় চাঁদপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ডস্থ রেশমা আক্তারের। তিনি একটি আলমিরা অর্ডার করেন। পরে গত ৫ এপ্রিল তাকে ০১৯০৬৬০৪০৩৯ নাম্বার থেকে ফোন করে ২৪৫০ টাকা বিকাশে পাঠাতে বলে এবং ফিরতি ম্যাসেজে একটি কোড পাঠাবে। সেই কোড নং-এর পণ্যটি তার ঠিকানায় ওই দিন পৌঁছে যাবে বলে আশ্বস্ত করা হয়। রেশমা আক্তার সরল মনে তার স্বামী মুহাম্মদ আউয়াল হোসাইন পাটোয়ারীর মাধ্যমে ০১৯০৬৬০৪০৩৯ নাম্বারে বিকাশ করায়। টাকা পাওয়ার পর থেকে বিকাশের সিস্টেমে কী কী সমস্যা হয়েছে বলে রেশমা আক্তারকে ঘুরাতে থাকে। এক পর্যায়ে পুরো ঘটনা তার স্বামীকে বললে সেই নাম্বারে ফোন করে পণ্যটি পাঠিয়েছে কি না জানতে চাইলে অপর প্রান্ত থেকে তাদেরকে অবিরাম গালমন্দ করতে থাকে এবং ফোন না করার জন্যে হুমকি দেয়। টাকা ফেরত চাইলে অশ্লীল গালমন্দ করে। ভুক্তভোগী রেশমা আক্তার উক্ত ফেসবুক পেজের দ্বারা প্রতারণার শিকার হয়েছেন। এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ফেসবুক পেজের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয় করতে সবাইকে সাবধানতা অবলম্বন করা উচিত। যে কোনো পণ্য হাতে পেয়ে বুঝে শুনে তারপর লেনদেন করার জন্যে অনুরোধ করেছেন ভুক্তভোগী।