প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
জমজমাট ঈদবাজার
বাবুরহাট ভূঁইয়া সুপার মার্কেটে উপচেপড়া ভিড়
মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র ক’দিন বাকি। ঈদের দিন যতোই ঘনিয়ে আসছে বিপণীবিতানগুলোতে ততোই বেচাকেনার ধুম পড়ছে। চাঁদপুর শহরের ন্যায় অন্যান্য স্থানেও জমে উঠেছে শপিং মার্কেটগুলো। শহর সংলগ্ন বাবুরহাট বাজারে এখন চলছে সকাল হতে গভীর রাত পর্যন্ত ক্রেতা সাধারণের সমাগম। ঈদ উৎসবের প্রধান আর্কষণ নতুন পোশাক কিনতে বাবুরহাট বাজারে সবচেয়ে বেশি ক্রেতা সমাগম দেখা যায় বাবুরহাট বড় মসজিদ ও চাঁদপুর রোড সংলগ্ন ভূঁইয়া সুপার মার্কেটে। এই মার্কেটে নিত্যনতুন রুচিশীল পছন্দের পোশাক থাকায় শিশু-কিশোর-নারী-পুরুষ সব বয়সী ভিড় জমাচ্ছেন এখানে। বিশেষ করে তরুণদের প্রথম পছন্দের শীর্ষে বাবুরহাট ভূঁইয়া সুপার মার্কেট।
সরজমিনে গিয়ে দেখা যায়, রুচি ও চাহিদানুযায়ী ঈদের পোশাকের জোগান দিতে প্রতিটি দোকানে দৃষ্টিনন্দন ডিজাইনের বাহারি পোশাকে ভরপুর। মনোরম পরিবেশে এক দোকান থেকে অন্য দোকানে ক্রেতারা আনন্দের সাথে কেনাকাটা করছেন। এ ওয়ান ফ্যাশন, লাইফ স্টাইল, পাইকারি বাজার, ফ্যাশন ম্যানিয়া, ব্যতিক্রম ফ্যাশন, সুন্নতি বস্ত্রালয়, ডিসকভারি ফ্যাশন, কালেকশন পয়েন্ট, এক্সপার্ট গ্যালারি, নিলা ফ্যাশন, মা-বাবার দোয়া বোরকা হাউজ, ৯৯৯ ফ্যাশন ও গাজী ফ্যাশনসহ একাধিক দোকানে সকল ধরনের পোশাকে সুসজ্জিত। এছাড়া এই মার্কেটে টিভি, সুজ, মেডিসিন বিভাগ, মোবাইল, সিসি ক্যামেরা ও কম্পিউটার বাজার, টি-স্টল, সিজার হেয়ারকাট এবং কফি শপ থাকায় ক্রেতাসাধারণ সকল সুযোগ-সুবিধায় পছন্দের কেনাকাটা এখানে করেন স্বাচ্ছন্দ্যে। মার্কেটটি প্রতি বছরের ন্যায় এ বছরও ইন্টেরিয়র ডিজাইন ও আলোকসজ্জায় আলোকিত করা হয়েছে। কেনাকাটায় আনন্দ-বিনোদনে ঐতিহ্যবাহী ভূঁইয়া সুপার মার্কেট ক্রেতাদের পছন্দের ধারাবাহিকতায় এ বছরও শীর্ষে অবস্থান করছে। এই সফলতার জন্যে মার্কেটের কর্ণধার মোখলেছুর রহমান ভূঁইয়া সম্মানিত ব্যবসায়ী ও ক্রেতাসাধারণকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।