প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০
চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির কমিটি গঠন
সভাপতি নুরুল আলম, সম্পাদক মাসুদ আখন্দ, সাংগঠনিক সম্পাদক জাকির বেপারী
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার ২০২৪-২০২৫ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। গত সোমবার ১ এপ্রিল বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মোঃ ওসমান গনি ও মহাসচিব ইমরান হাছান স্বাক্ষরে হাজী মোঃ নুরুল আলম (লালু)কে সভাপতি এবং হাজী মোঃ মাসুদ আখন্দকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যরা হলো : সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন গাজী, হাজী মোঃ ইব্রাহীম খলিল, মোঃ আজাদ মিয়া, মালেক বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ মুজিবুর রহমান আখন্দ (মাইনু), এমএ আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন বেপারী, কোষাধ্যক্ষ সম্পদ সাহা, দপ্তর সম্পাদক মোঃ জাহিদুল হক মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নুরুল কোরবান, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু নাছির মিয়াজী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম (মামুন), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক টিটন ঘোষ, তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ মাহমুদ খান অপু, শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আসলাম তালুকদার, কার্যকরী সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মহসিন আখন্দ, মোঃ মোখলেছুর রহমান, সজল ঘোষ ও মোঃ ওয়ালী উল্যাহ।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার ২০২৪-২০২৫ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠন করায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক মালিক সমিতির সভাপতি মোঃ ওছমান গনি ও মহাসচিব ইমরান হাছানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবগঠিত কমিটির সভাপতি হাজী মোঃ নুরুল আলম (লালু) ও সাধারণ সম্পাদক হাজী মোঃ মাসুদ আখন্দসহ নেতৃবৃন্দ।